ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
শান্তি শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানা ওসি কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার রৌমারীতে ৪০ হাজার মানুষের প্রাণের দাবি একটি মাত্র সেতু রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু কুড়িগ্রামে নানা আয়োজনে মাইটিভির ১৬ বছরে পদার্পণ অনুষ্ঠান ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ ১ মাদক কারবারি আটক  কুড়িগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কুড়িগ্রামে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী পালন ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু    কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনা অভিযানে চুরি ওষুধসহ আটক-২  

কবিতা- দ্রৌপদী

যদি চাও,
থেকে যেতে পারি,ছুঁয়ে দিতে পারি সন্ধ্যা,
যদি বলো,
তুমি লিখবে কবিতা, হয়ে যাব মহানন্দা!
যদি চেয়ে দেখো,
চোখের পরে, কাজলের কালো স্মৃতি
যদি বলো,
কেন কঠিন এত? হয়ে যাব স্বরলিপি।
যদি চাও,
দিব কাব্য লিখে, ছন্দ মাত্রাবৃত্ত,
যদি বলো,
প্রিয়া রক্তিম চোখে, প্রফুল্ল হয় চিত্ত!
যদি দাও,
টান পাল তোলা সুরে, ছেয়ে যাবো সর্বত্র।
যদি পাশে পাও,
ঘোর তমসা, হয়ে যাবো নক্ষত্র!
যদি কোনো,
সাঝঁ ধুলোয় মেশে, চেয়ে দেখো তুমি একা,
একেঁ দেব প্রেম
কপোলে তোমার ছুঁয়ে দেব প্রেমলেখা।
যদি তোলো,
হিয়া প্রাচীন প্রহরে, আলোকবর্ষ ধ্রুপদী,
যদি দাও,
তুমি অনল ছুঁয়ে, হয়ে যাবো আমি দ্রৌপদী!

                    
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তি শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানা ওসি

কবিতা- দ্রৌপদী

আপডেট সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

যদি চাও,
থেকে যেতে পারি,ছুঁয়ে দিতে পারি সন্ধ্যা,
যদি বলো,
তুমি লিখবে কবিতা, হয়ে যাব মহানন্দা!
যদি চেয়ে দেখো,
চোখের পরে, কাজলের কালো স্মৃতি
যদি বলো,
কেন কঠিন এত? হয়ে যাব স্বরলিপি।
যদি চাও,
দিব কাব্য লিখে, ছন্দ মাত্রাবৃত্ত,
যদি বলো,
প্রিয়া রক্তিম চোখে, প্রফুল্ল হয় চিত্ত!
যদি দাও,
টান পাল তোলা সুরে, ছেয়ে যাবো সর্বত্র।
যদি পাশে পাও,
ঘোর তমসা, হয়ে যাবো নক্ষত্র!
যদি কোনো,
সাঝঁ ধুলোয় মেশে, চেয়ে দেখো তুমি একা,
একেঁ দেব প্রেম
কপোলে তোমার ছুঁয়ে দেব প্রেমলেখা।
যদি তোলো,
হিয়া প্রাচীন প্রহরে, আলোকবর্ষ ধ্রুপদী,
যদি দাও,
তুমি অনল ছুঁয়ে, হয়ে যাবো আমি দ্রৌপদী!