
কুড়িগ্রাম শহরের বিভিন্ন ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম শহরের বিভিন্ন ১০টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার বিকালে কুড়িগ্রাম জেলা টাস্কফোর্স এবং মোবাইল কোর্টের বিশেষ অভিযানে শহরের শাপলায় অবস্থিত মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশনের জন্য ১০ হাজার, মেসার্স সাফওয়ান ট্রেডার্সকে বাজার তালিকা না থাকা এবং কন্ডিশন দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জিয়া বাজারে ৮ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ১৬ হাজার সহ মোট ৩৬০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম সদর ভূমি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কুড়িগ্রাম জেলা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, দীপক কুমার এবং টাস্কফোর্স কমিটির সদস্য আলমগীর, তন্নী, তুহিন আহমেদ।