
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ০৩ (এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৬ টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল নামাটারী সিমান্তে। বাংলাদেশী ভেবে জাহানুর ইসলাম (২০) নামের এক ভারতীয় নাগিরক কে রাবার বুলেট ছোড়ে হত্যা করেছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬ টায় নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর পাশ দিয়ে ভারতীয় চোরাকারবারী রা মাদক পাচারের চেষ্টা চালালে তাদেরকে বাংলাদেশী ভেবে গিদালদাহ মরা কুটি ক্যাম্প ও হরিদাস খামারের ধনিটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে এতে বাকি চোরাকারবারীরা পালিয়ে গেলেও রাবার বুলেটের আঘাতে জাহানুর ইসলাম (২০)নামের একজন চোরাকারবারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
এসময় রাবার বুলেটের আঘাতে আহত আরও দুই ভারতীয় চোরাকারবারী জীবন বাঁচাতে আহতবস্থায় বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে পড়ে। জানাযায় এখনও তারা গোড়ক মন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে রয়েছে ।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান জানান,বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায় ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে ভারতীয় এক হামলাকারী নিহত হন। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।