ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
শান্তি শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানা ওসি কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার রৌমারীতে ৪০ হাজার মানুষের প্রাণের দাবি একটি মাত্র সেতু রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু কুড়িগ্রামে নানা আয়োজনে মাইটিভির ১৬ বছরে পদার্পণ অনুষ্ঠান ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ ১ মাদক কারবারি আটক  কুড়িগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কুড়িগ্রামে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী পালন ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু    কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনা অভিযানে চুরি ওষুধসহ আটক-২  

কে কোন আসনে নির্বাচন করবেন, তা–ও ঠিক করে দিচ্ছে ইসি: রিজভী

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 90

আজ সোমবার ঢাকার উত্তরায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দল মিছিল করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন আসনে কে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে দিচ্ছে নির্বাচন কমিশন। যেখানে যাকে রাখার দরকার তাঁকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। তিনি এ ধরনের প্রহসন বন্ধের আহ্বান জানিয়েছেন।বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মহিলা দলের মিছিলের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাতটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর দিক থেকে ঢাকা গাজীপুর প্রধান সড়ক পর্যন্ত এ মিছিল হয়।

মিছিলের পর সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ এখন দিশাহারা।

মহিলা দলের মিছিলে আরও ছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্যসচিব রুনাসহ প্রমুখ।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। এই দাবিতেই আজ তাদের ৯ম দফার অবরোধের শেষ দিন চলছে। দুই দিনের এ অবরোধ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

অবরোধের সমর্থনে বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বলে দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। তাঁরা অভিযোগ করেন, দৈনিক বাংলা মোড়ে পুলিশ তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে আসাদগেটে অবরোধের সমর্থনে মিছিল হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তি শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানা ওসি

কে কোন আসনে নির্বাচন করবেন, তা–ও ঠিক করে দিচ্ছে ইসি: রিজভী

আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

আজ সোমবার ঢাকার উত্তরায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দল মিছিল করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন আসনে কে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে দিচ্ছে নির্বাচন কমিশন। যেখানে যাকে রাখার দরকার তাঁকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। তিনি এ ধরনের প্রহসন বন্ধের আহ্বান জানিয়েছেন।বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মহিলা দলের মিছিলের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাতটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর দিক থেকে ঢাকা গাজীপুর প্রধান সড়ক পর্যন্ত এ মিছিল হয়।

মিছিলের পর সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ এখন দিশাহারা।

মহিলা দলের মিছিলে আরও ছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্যসচিব রুনাসহ প্রমুখ।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। এই দাবিতেই আজ তাদের ৯ম দফার অবরোধের শেষ দিন চলছে। দুই দিনের এ অবরোধ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

অবরোধের সমর্থনে বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বলে দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। তাঁরা অভিযোগ করেন, দৈনিক বাংলা মোড়ে পুলিশ তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে আসাদগেটে অবরোধের সমর্থনে মিছিল হয়।