
রৌমারীতে ৩৮’শ পিস ইয়াবাসহ আটক একজন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমার (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা শহরের ভোলার মোড় (শাপলা চত্বর) এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক সাইদুর রহমান উপজেলার যাদুরচর চাক্তাবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের ভোলার মোড় (শাপলা চত্বর) এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।