
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছ।
বুধববার সন্ধ্যায় স্থানীয় হোটেল ওএফসিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগামী ২৪শে জানুয়ারি শুক্রবার সম্মেলনটি সফল করতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনের লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে।
প্রেস ব্রিফিং এ জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী বক্তব্য রাখেন।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে কুড়িগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হালিম,অধ্যক্ষ শাহজালাল সবুজ,পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল মতিন, জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মো. জহুরুল হক এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ।