ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
শিরোনাম ::
কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন শিক্ষা মন্ত্রণালয়ের ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা  কচাকাটা প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত   ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত  কুড়িগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার চলছে বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান জুলাই বিপ্লবে নিহত রিকশা চালক সৈকত এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুড়িগ্রামে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসৌসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র লাইলাতুল কদরের রাত রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গলা কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গলা কাটার অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে ব্লেড দিয়ে স্বামীর গলা কাটার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে মঈনুদ্দিন (৩২) নামের এক ব্যক্তির গলা কেটে দেয় তার স্ত্রী সোমা খাতুন (২১)। এ ঘটনায় মঈনুদ্দিনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সোমাকে রাতেই আটক করেছে পুলিশ।

জানাগেছে, মঈনুদ্দিন ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে। সোমা পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মঈনুদ্দিন সিঙ্গাপুর চলে যান। গত ৪ ডিসেম্বর তিনি দেশে ফিরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে।
শনিবার রাতে তারা সোমার বড় বোনের বাড়ি বাগভান্ডার গ্রামে বেড়াতে যান। সেখানে গিয়েও তাদের ঝগড়া বাধে। ঝগড়া হাতাহাতিতে গড়ায়। এক পর্যায় সোমা ধারালো ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মঈনুদ্দিনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মঈনুদ্দিনের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলা কেটে দেয়া হয়েছে।
সোমা খাতুন বলেন, মঈনুদ্দিন শারীরিক নির্যাতন করত। শনিবার রাতে সে আমার গলা চেপে ধরে। আত্মরক্ষা করতে হাতের কাছে পাওয়া ব্লেড দিয়ে আঘাত করেছি।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মঈনুদ্দিনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তক্ষরণ নিয়ন্ত্রণ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মঈনুদ্দিনের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত সোমা খাতুনকে শনিবার রাতে আটক করা হয়েছে। তদন্তে প্রকৃত কারণ উঠে আসবে।

 

ট্যাগস :

কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন শিক্ষা মন্ত্রণালয়ের

ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গলা কাটার অভিযোগ

আপডেট সময় : ০৯:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গলা কাটার অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীর বিরুদ্ধে ব্লেড দিয়ে স্বামীর গলা কাটার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে মঈনুদ্দিন (৩২) নামের এক ব্যক্তির গলা কেটে দেয় তার স্ত্রী সোমা খাতুন (২১)। এ ঘটনায় মঈনুদ্দিনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সোমাকে রাতেই আটক করেছে পুলিশ।

জানাগেছে, মঈনুদ্দিন ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে। সোমা পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মঈনুদ্দিন সিঙ্গাপুর চলে যান। গত ৪ ডিসেম্বর তিনি দেশে ফিরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে।
শনিবার রাতে তারা সোমার বড় বোনের বাড়ি বাগভান্ডার গ্রামে বেড়াতে যান। সেখানে গিয়েও তাদের ঝগড়া বাধে। ঝগড়া হাতাহাতিতে গড়ায়। এক পর্যায় সোমা ধারালো ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মঈনুদ্দিনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মঈনুদ্দিনের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলা কেটে দেয়া হয়েছে।
সোমা খাতুন বলেন, মঈনুদ্দিন শারীরিক নির্যাতন করত। শনিবার রাতে সে আমার গলা চেপে ধরে। আত্মরক্ষা করতে হাতের কাছে পাওয়া ব্লেড দিয়ে আঘাত করেছি।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মঈনুদ্দিনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তক্ষরণ নিয়ন্ত্রণ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মঈনুদ্দিনের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত সোমা খাতুনকে শনিবার রাতে আটক করা হয়েছে। তদন্তে প্রকৃত কারণ উঠে আসবে।