
নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অফিসার গোলাম মোস্তফা, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সার ডিলার খাইরুল আলম প্রমুখ।