
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে, হাসানুর রহমান(২৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ১০(নভেম্বর)রাত নয়টার দিকে উপজেলার ভাঙ্গা মোড় ইউনিয়নের রাবাইতারী গ্রাম থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। নিহত হাসানুর রহমান ওই এলাকার মোঃ নজির হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়,নিহত হাসানুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন এনিয়ে হতাশাগ্রস্থ ছিলেন।এর আগে কয়েকবার আত্মহত্যা করার হুমকি দেন রোববার রাতে পরিবারের লোকজনরা দেখতে পান হাসানুর রহমান ঘরের ধরনার সঙ্গে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে ফুলবাড়ী থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় যুবকের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।