
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী,কুড়িগ্রামঃ
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ইস্কাফ ও ৩০ বোতল ফেন্সিডিল সহ-এক মাদক কারবারি কে আটক করেছে।
জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন এর নেতৃত্বে,এস আই শাহানুর আলম সহ- মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম রোববার ১০ (নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাও ডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি এলাকায় মমিনুলের বাড়ির সামনে রাস্তায় ওঁৎ পেতে থাকে এমতাবস্থায় রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি করে মাদক নিয়ে যাওয়ার সময় মাহাবুর হোসেন মহুবর নামের এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত মাদক কারবারি মাহাবুর হোসেন মহুবর (৩৩) নাও ডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল গ্রামের মোঃ বাচ্চা মিয়া (বিসাদুর) ছেলে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।