
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিযান চালিয়ে আলোচিত হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত চার জন আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,আদালতের ওয়ারেন্ট মূলে গোপন সংবাদের ভিত্তিতে,০৮(নভেম্বর ) শুক্রবার রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার ভাঙ্গা মোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে, শাহজালাল হক (৪০)হাবিবুর রহমান (৩৯) একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩)ও সহিদুল ইসলাম (৪৫)।
মামলার বিবরণে জানাযায় ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙ্গা মোড় ইউনিয়নের ০৩ নং উত্তর রাবাইতারী ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম (টিউবওয়েল) ও অপর প্রার্থী শাহজালাল হক (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন নির্বাচনের কয়েকদিন আগে ২২(নভেম্বর)২০২১ তারিখে কথা-কাটাকাটির জেরে প্রার্থী সাইফুল ইসলাম ও শাহজালাল হকের সমর্থকরা একত্রিত হয়ে বৈদ্যুতিক পাখা প্রতীকের অপর আর এক ম্যাম্বার প্রার্থী মুকুল মিয়ার সমর্থক বাবলুর রশিদকে স্থানীয় বটতলা বাজারে বেদম মারপিট করে। মারপিটের শিকার বাবলুর রশিদকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী থানা নাগেশ্বরীর শাপলা ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে এসে একদিন পর মৃত্যু বরণ করেন তিনি।
এঘটনায় নিহত বাবলুর রশিদের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে তালা প্রতীক প্রার্থী শাহজালাল হক ও টিউবওয়েল প্রতীক প্রার্থী সাইফুল ইসলাম সহ -১১ জনকে আসামি করে ১৫ (জানুয়ারি)২২ বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন জানান, বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট মূলে হত্যা মামলার চার আসামি কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।