
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে ভটভটি যোগে গরু বিক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে চলন্ত ভটভটির চাকা খুলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা আর ও পাঁচ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার ২০(অক্টোবর) সকালে ফুলবাড়ী উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী ভটভটি যোগে গরু নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পাশ্ববর্তী লালমনিরহাট জেলার বড়বাড়ি গরুর হাটে যাওয়ার পথে ফুলবাড়ী টু বড়বাড়ি সড়কে কুলাঘাট ইউনিয়নের টিকটিকি বাজার এলাকায় চলন্ত ভটভটির চাকা খুলে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় চালক মজনু মিয়াকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত গরু ব্যবসায়ী হলেন ফুলবাড়ী উপজেলার নাও ডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত: কপুর উদ্দিনের ছেলে, মোঃ শহিদুল ইসলাম (৪৫)। আহতরা হলেন,নাও ডাঙ্গা গ্রামের মোঃ হানিফ আলীর ছেলে, মোঃ মোঘল মিয়া(৪২) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে, সেলিম মিয়া (২৭) কিশামত শিমুলবাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে,রহিজ উদ্দিন (৫৫) শিমুলবাড়ি ইউনিয়নের জকুরটল এলাকার মোক্তার আলীর ছেলে,হাসানুর রহমান (৩০)এক ই ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার ভটভটি চালক মজনু মিয়া (৩৫)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।