
কবিতা
হারানো স্মৃতি
বেলাল হোসেন রৌমারী
হারিয়ে গেল ছোট বেলার গোল্লাছুট খেলা
আগের মতো বসেনা আর নানান রকম মেলা।
গাঁয়ের বধূ কলসি কাখে যায়না নদীর ঘাটে
আর শুনি না বাঁশের বাশি ঐ না দুরের মাঠে।
নদীর ঘাটে নাইতে যেতাম গড়লে সাধের বেলা
ছেলে মেয়ে একই সাথে খেলতাম কতো খেলা।
হারিয়ে গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
পাইনা খুঁজে হেরিকেন আর কুপি কেরোসিন।
মরলে গরু যায় না দেখা শকুন কিংবা কাক,
রাত্রি হলে শুনিনা আর হুতুম পেঁচার ডাক।
পাইনা খুঁজে আর ছোঁনের ঘর পাট খড়ির বেড়া
বাঁশের বাশি বাজায় না আর উত্তর পাড়ার ছেড়া।
হারিয়ে যাচ্ছে হালের বলদ গরু টানার গাড়ি
কাঁচের চুরি পড়েনা আর গ্রাম গঞ্চের নারী।
আগের মতো রঙ্গিন ফিতা বাঁধে না কেউ চুলে
বর্তমানের মেয়েরা সব যাচ্ছে দেখি ভুলে।
বিয়ে বাড়ি আগের মতো শোনা যায় না গীত
খেজুরের রস পাইনা খুঁজে যতই পড়ুক শীত।
এখন তো আর খুঁজে পাইনা ঢেঁকি ছাঁটা চাল
যাতা কলে গাঁয়ের বধূ ভাঙ্গে না কেউ ডাল।
নদীর বুকে দেখিনা আর ডিঙ্গি নায়ের পাল
মাঝিরা তো আগের মতো ফেলেনা আর জাল।
আগের কথা মনে হলে অনেক ব্যাথা পাই
কোথায় গেলে হারানো দিন আবার খুঁজে পাই।