
কবিতাঃ ফেসবুক
বেলাল হোসেন রৌমারী
ফেসবুকে পরিচয় তোমায় সাথে চোখে দেখি নাই
দুচোখ ভরে দেখবো তোমায় কেমনে কাছে পাই।
সময় পেলেই ফেসবুকেতে চ্যাটিং তোমার সনে
রাগ করোনা লক্ষি সোনা আমার কথা শুনে।
সকাল সন্ধ্যা দুপুর বিকেল থাকি তোমার ধ্যানে
আমার কথা ওগো সোনা পরেকি তোমার মনে।
পাইনা যখন তোমায় আমি ফেসবুকেতে এসে
চতুর্থ দিকটা ফাকা লাগে থাকি একা বসে।
ঘুমের ঘরে সপ্নে দেখি আমি তোমার বুকে,
ঘুমাই ছিলাম সারা নিশি আমি অতি সুখে।
তোমার বুকে মাথা রেখে সব গেছিলাম ভুলে,
আমায় তুমি করছো আদর মনের দুয়ার খুলে।
ঘুম থেকে জেগে দেখি তুমি পাশে নাই,
এদিক সেদিক তাকাই আমি খুঁজে নাহি পাই।
বাস্তবেতে কখনো যদি তোমায় কাছে পাই,
বুকের মাঝে একটু খানি দিবে কিগো ঠাই।
সেদিন শুনি তুমি করো অন্য জনের ঘর,
তবুও জানি আমায় তুমি করবেনা গো পর।
আমার বুকের মাঝখানেতে তোমায় আমি রাখি
তুমি আমার মনের খাঁচার পোষা ময়না পাখি।
এক পলকের পরিচয়ে মনটা নিলে কাড়ি
পরপারে আমায় তুমি যেওনা গো ছাড়ি।
ফেসবুকে যখন আমি দেখি তোমার ছবি,
দুঃখকষ্ট বুকের ব্যাথা ভুলে যাই আমি সবি।
ফেসবুকেতে প্রথম যেদিন তোমার পরিচয়টা চাই
তুমি বলো ফেসবুকে মেয়েদের কোন নিরাপত্তা নাই।
তাও তোমার সাথে অনেক চ্যাটিং ম্যাসেনজারে জমা
ভুলত্রুটি সব কিছু আমায় তুমি করে দিও ক্ষমা।