
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা’র উদ্যোগে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। দুই দিন ব্যাপী এই দেয়াল লিখন কর্মসূচিটি উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হয়। মুক্তাঞ্চল রৌমারীর সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুধীজনবৃন্দ।
দেয়াল লিখন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সদস্য নাসির হোসাইন, ইয়াছির আরাফাত নাহিদ, মিঠুন মিয়া,ফারুক আহমেদ, সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম তামিম প্রমুখ।
মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম আকতার শুভ জানান, মুক্তিযুদ্ধের সময়কার মুক্তাঞ্চল রৌমারীর ঐতিহ্য ও মুক্তাঞ্চলে জেডফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ইতিহাস দেশ ও জাতির সামনে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। আমাদের এই পাঠাগারটির কার্যক্রম ২০২০ সাল থেকে শুরু করা হলেও তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের চাপের কারণে কার্যক্রমগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ ও মেজর জিয়ার স্মৃতি বিজড়িত রৌমারী মুক্তাঞ্চলের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা কাজ করে যাচ্ছে।