
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মটর সাইকেল শোভাযাত্রা করা করেছে। রৌমারী উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৪টার দিকে রৌমারী সরকারী কলেজ মাঠ থেকে একটি মটর সাইকেল শোভা যাত্রা বের করা হয়। মিছিলটি কয়েকটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে তারা কর্তিমারী বাজারে একটি মিছিল করে।
রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জু সাংবাদিকদের বলেন, ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর আজ শেষ দিন ছিল। শেষ দিনে আমরা নেতা কর্মিদের উজ্জীবিত করতে এই মটর সাইকেল শোভাযাত্রা করা হয়।
এতে রৌমারী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের একাংশের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।