
নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈরাজ্য নিরসনে ও শান্তি রক্ষায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বাদ আছর কলেজ মোড় জামে মসজিদের দো-তালায় জামায়াতে ইসলামীর আহ্বানে এ-বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা নৈরাজ্য দমন ও শান্তি রক্ষায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর কর্মীদের সজাগ এবং সুসংগঠিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, উপজেলা আমীর আব্দুল মান্নান,পৌর আমিন মাওলানা আফজাল হোসেন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ।