
কুড়িগ্রামে আগাম সতর্ক বার্তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠি
সাইফুল ইসলাম কুড়িগ্রামঃ
দুর্যোগকালিন সময়ে আগাম সতর্ক বার্তা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫জুন) সকালে কুড়িগ্রাম আরডিআরএস সম্মেলন কক্ষে সভায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তুলে আনার জন্য সমমনা জিও-এনজিও কর্মকর্তাদেরকে নিয়ে এ সভার আয়েজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সরকার।
আরডিআরএস’র ট্রান্স বাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ’র কোঅর্ডিনেটর (ইমারজেন্সি এন্ড
হিউমেন্টেরিয়ার) তপন কুমার সাহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মারজান হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, যাত্রাপুরইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে দুর্যোগের তাৎক্ষণিক খবর আদান প্রদানের জন্য
আরডিআরএস কুড়িগ্রামকে এডমিন করে ‘কুড়িগ্রাম আরলি ওয়ার্ণিং সিস্টেম’
নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত হয়। গ্রুপে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে তথ্য সরবরাহ করলে এনজিও থেকে দ্রুত ডোনারদের কাছে রেসপন্সের জন্য যোগাযোগ করা সম্ভব হবে বলে আয়োজকরা জানান।