
সাইফুল ইসলাম, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২০২৪ এর আওতায় এবং
কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চর রাজিবপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চর রাজিবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ আশিকুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
উল্লেখ্য, চর রাজিবপুর উপজেলায় ক্রীড়া সংস্থার সহযোগীতায় ভলিবল প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন খেলোয়ার অংশ গ্রহণ করেন।