
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পরিষদের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদ চেয়ারম্যান এর কক্ষে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।
সভায় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন – চিলমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান শাহীন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল,উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক,রৌমারী ৮ নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯ নং সদস্য সোহেল সরকার, সদর,রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিউলী বেগম, চিলমারী, রৌমারী ও চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আরমিন নাহার, সদস্য মাসুদা ডেইজী, মনোয়ারা বেগম ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী (চঃদাঃ) মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় পূর্বের কার্যবিবরণী অনুমোদন সহ বিভিন্ন উন্নয়ন,গাছ নিলাম ও খেয়াঘাট নিয়ে আলোচনা হয়।