
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী মজলুম গাজা বাসীদের সমর্থনে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭(এপ্রিল) যোহরের নামাজ শেষে উপজেলা কাচারী মাঠ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে মাওলানা আমির হামজার সভাপতিত্বে, শহরের জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী কাচারী মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মঈনুদ্দিন মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র নেতা নাইম ইসলাম প্রমুখ। বক্তারা ইসরাইলি বাহিনীর দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদ জানায়। একই সাথে ফিলিস্তিন ও গাজা বাসীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম দেশগুলোকে এক হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান করেন। পরে মাওলানা জোবায়ের আলম ফিলিস্তিনিদের স্মরণে দোয়া পরিচালনা করেন।
পথসভা শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ সহ পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।