
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুরে ৩ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ মিয়া (২৮) ও রোকনুজ্জামান (২২)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্লুইসগেইট এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া এলাকার নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও একই এলাকার ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান।
রাজীবপুর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্লুইসগেইট এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। ইজিবাইক যোগে রৌমারী থেকে জামালপুরের দিকে যাচ্ছিলেন মাদক কারবারি হানিফ মিয়া ও রোকনুজ্জামান। এ সময় তাদেরকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।