
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭(অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান,প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে ফুলবাড়ী কাচারী মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বটতলায় এসে সমাবেশে রুপান্তরিত হয়। সমাবেশটি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রুবেলের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেন মাষ্টার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না সহ-আরো অনেকে। এসময় র্যালিটিতে উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ-ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা ও লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে।তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল স্তরের নেতাকর্মীরা নিজ, নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ রুখে দিতে হবে। উপজেলা যুবদল সমস্ত প্রকার অন্যায় প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। সেই সাথে কোন প্রকার বিশৃঙ্খলা কে প্রশ্রয় দেবে না।