
ডেইলি কুড়িগ্রাম ডেস্কঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত ১০৫৮ নং মেইন পিলারে কাছ দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি ১২ জন নাগরিককে আটক করেছে বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।
আটককৃত নাগরিক বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আটক যুবকরা হলেন, জেলার তোফাজ্জল হোসেন (৩২), শফিকুল ইসলাম (২৭), মোঃ ওবায়দী হাসান (২৪), নবীর হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়নগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নরসিংদী জেলার মিজানুর রহমান (২৩) গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮), কুড়িগ্রামের রৌমারী উপজেলার আশরাফুল আলম (২৮)।
এবিষয়ে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি গয়টাপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ইসমাইল হোসেন জানান আটক যু্বকরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বুধবার ভোরে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় তাদের আটক করা হয়েছে।