
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৫টি স্বর্নের বার ভারতে পাচারকালে এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করেছে গংগারহাট বিজিবি। যার আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা হবে বলে জানিয়েছেন বিজিবি।
গংগারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেক জানান, সোমবার (৩০) সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিদ্যাবাগিস সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭ নং এর পাশ দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য চোরাকারবারীরা প্রস্তুতি নিচ্ছে।এমনি খবরে বিজিবির সদস্যরা ঐ সীমান্তে অবস্থান নেয়। এমতাবস্থায় মটরসাইকেল যোগে এক ব্যক্তি ওই সীমান্তে পৌঁছা মাত্র বিজিবির সদস্যদের সন্দেহ হলে তার মোটরসাইকেল আটকানো হয় পরবর্তীতে মোটরসাইকেল পেলে পালানোর চেষ্টা করলে পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরবর্তিতে তার শরীর তল্লাশি করে তার অন্তর্বাসের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি প্যাকেটের ভিতর ৫ টি স্বর্ণের বার উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।আটককৃত ঐ সোনা চোরাকারবারী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর কাশেম বাজার এলাকার মৃত,সফর উদ্দিনের ছেলে, মোঃ সহিদুল ইসলাম (৫২)।
এব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে
কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আসামি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবিতে রয়েছে হয়তো অল্প কিছু ক্ষণের মধ্যে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হবে।