
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রৌমারীতে মানসিক ভারসাম্যহীন পাগলিকে হত্যার মূল আসামিদের কে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে গত রোববার রাতে আসামিরা অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন পাগলি মহিলাকে মাথার পিছনে গুরুতর আঘাত করিয়া হত্যা করিয়া ফেলে রেখে গেছে মর্মে থানায় সংবাদ প্রাপ্ত হইয়া সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল), জনাব মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহিল জামান,পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মুশাহেদ খান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত নামা লাশের ইনকোয়েস্ট প্রতিবেদন প্রস্তুত করিয়া লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।
এই বিষয়ে গ্রাম পুলিশ মোঃ বাচ্চু মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার প্রেক্ষিতে রৌমারী থানার মামলা নং ১৩, তারিখ ১০শে জুন ২০২৪ ইং, ধারা ৩০২/৩৪ The panel code,1860 রুজু করা হয়।
পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) , অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহিল জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রৌমারী থানা সাহেবের সার্বিক দিকনির্দেশনা এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সহিত জড়িত মূল আসামি ১। মোঃ আবুল কালাম (৪৫), পিতা আমজাদ হোসেন, সাং বড়াইকান্দি মোল্লাপাড়া,২। মোঃ লালকু মিয়া (৪৬) , পিতা মৃত মহাজন শেখ, সাং ঝগড়ার চর (চর বড়াইকান্দি) কে ঘটনার ১০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনাটি ঘটিয়াছে মর্মে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উভয় আসামি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করিয়াছে।