
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্হার আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট (বিসিডিএস) সমিতির কক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্হা নতুন কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট (বিসিডিএস) সমিতির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান খান (হেরিক)।
কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষে সভায় সকলের সম্মতিক্রমে সভাপতি আতাউর রহমান খান (হেরিক), সাধারণ সম্পাদক চিন্ময় পাল,সাংগঠনিক সম্পাদক সামসুজ্জমান সহ ৫২ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে সিদ্ধান্ত গৃহীত হয়।
#