
রৌমারীতে জমির ভাগ চাওয়ায় ভাগনের মাথা ফাটালেন মামা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে জমি-জমার ভাগ চাওয়াকে কেন্দ্র করে মামা নজরুল ইসলাম (৪৫) এর লাঠির আঘাতে গুরতর আহত হয়েছেন ভাগনে আশরাফুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রৌমারী উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এনিয়ে আহতর স্ত্রী আজেমা খাতুন (৩০) বাদি হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
আহত আশরাফুল ইসলাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান (বীর মুক্তিযোদ্ধা) এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রৌমারী উপজেলাপাড়ার মৃত ফুজিয়া মাহমুদ ব্যাপারীর উত্তরাধীকারীগণের মাঝে দীর্ঘদিন হতে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার কলেজপাড়া গ্রামে আহত আশরাফুল ইসলামের বাসায় হামলা চালায় নজরুল ইসলাম গং। পরে উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনার একপর্যায় জীবন বাঁচাতে আশরাফুল ইসলাম রৌমারী থানায় আসার পথে উপজেলা চত্বরে প্রকাশ্যে দিবালোকে মাথায় লাঠি দিয়ে সজোড়ে আঘাত করেন নজরুল ইসলাম। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আশরাফুল ইসলামের বোন মাজেদা খাতুন বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমাদের উপর এই নির্যাতনের কোনো বিচার কোথাও পাইনি। মায়ের জমির ভাগ চাওয়াকে কেন্দ্র করে আজকে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে যারা এভাবে প্রকাশ্যে দিবালোকে মেরে মাথা ফাটিয়েছেন ও আমাদের বাড়িতে হামলা করেছেন আমরা তাদের উপযুক্ত বিচার চাই।
আহতর স্ত্রী আজেমা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী তার মায়ের জমির ভাগ চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন হতে তারা (মামা) প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। এরই সূত্র ধরে আজ অতর্কিত হামলা চালায় তারা। রোগীর অবস্থা আশংকাজনক। একটু সুস্থ্য হলে নিজে বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
রৌামরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, গুরুতর আহত আশরাফুল ইসলাম আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।