রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল ) দুপুর ২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মুকুল মিয়া ছাটকড়াইবাড়ি গ্রামের মৃত্যু কুব্বাস আলীর ছেলে।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুকুল মিয়া তার নিজের টিউবওয়েল পাড়ের বেড়া দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের তারের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।