কুড়িগ্রামে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী পালন
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী পালন করা হয়েছে।সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে একুশে টেলিভিশনের ২৫ তম রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে র্্যালী ও আলোচনাসভা, কেক কাঁটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
এসময় একুশে টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব,টেলিভিশন ফোরামের আহবায়ক ইউনুস আলী,টেলিভিশন ফোরামের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক রেজাউল ইসলাম রেজা,কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত, ডিবিসি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনসহ প্রমুখ।
রজতজয়ন্তী পালনকালে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, একুশে টেলিভিশনের মাধ্যমে কুড়িগ্রামের সমস্যা ও সম্ভাবনা ফুটে উঠেছে।একুশে টেলিভিশনের ভবিষ্যৎতে আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করেন।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান,কুড়িগ্রাম প্রতিনিধি খ.ম আতাউর রহমান বিপ্লব বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। বিগত দিনের চেয়ে সামনের দিনে একুশে টেলিভিশন আরো অগ্রণী ভুমিকা পালন করবে।