কুড়িগ্রামে হাট- বাজারগুলোতে বাজার মনিটরিং কমিটির নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন নিয়ন্ত্রণের বাহিরে না যায়। সেই উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্যদের নিয়ে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রেষ্টুরেন্ট ও জিয়া বাজারে ব্যাবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজার মনিটরিং উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ, বাজার মনিটরিং কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা সংগঠক আলমগীর হোসেন এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ সফিউল আজম।