আন্দোলনরত বেসরকারি শিক্ষকের উপর পুলিশি হামলার প্রতিবাদে কচাকাটায় মানববন্ধন
নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঢাকায় প্রেসক্লাবের সামনে বে-সরকারি শিক্ষা জাতীয়করণ আন্দোলনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী পুলিশের দৃষ্টান্ত মূলক শান্তির দাবীতে কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) কচাকাটার বাসস্ট্যান্ডে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বে-সরকারি শিক্ষক/কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন ও শিক্ষক নিপীড়ন বন্ধের উপর বক্তব্য রাখেন কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান কবীর। এসময় বিদ্যালয়েয় শিক্ষকসহ সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।