প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৪:২৬ পি.এম
ফুলবাড়ীতে,১৫৩ বোতল ফেন্সিডিল সহ -০৩ মাদক কারবারি আটক

ফুলবাড়ীতে,১৫৩ বোতল ফেন্সিডিল সহ -০৩ মাদক কারবারি আটক
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী ( কুড়িগ্রাম) থেকে:
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল সহ -০৩ মাদক কারবারি কে আটক করেছে।
জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম শুক্রবার ২১ (ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গা মোড় ইউনিয়নের খড়ি বাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহারিত তিনটি মোটরসাইকেল সহ -০৩ মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক কারবারিরা হলেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা এলাকার ,রাজিব সরকার (২৭) আব্দুল আলীম (২৫) ও রংপুর পীরগঞ্জ মাদবপুর এলাকার আব্দুস সালাম (৩৩)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 ডেইলি কুড়িগ্রাম. All rights reserved.