বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক রাজিব হোসেন নিহত হয়েছেন। ট্রলির সহযোগি রনজু আহত হয়েছেন।
শনিবার(১১ জানুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার নাটোর- নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক রাজিব হোসেন (৩৫) উপজেলার তেলকুপি আব্দুর রাজ্জাকের ছেলে। আহত রনজু (২৫) একই গ্রামের আশরাফের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মনোয়ার নামে যাত্রীবাহী বাস নলডাঙ্গা থেকে নাটোর যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক রাজিব ও হেলপার রনজু গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ট্রলিচালক রাজিবের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রীবাহি বাস জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।