ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকেঃ
ফুলবাড়ী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ -০১ মাদক কারবারি কে আটক করেছে।
জানাযায়,১০ (জানুয়ারি) শুক্রবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি অটোচালক কে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক কারবারি হলেন,শিমুলবাড়ি ইউনিয়নের রওশন শিমুলবাড়ি গ্রামের মৃত:কাচু মাহমুদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪২)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।