কুড়িগ্রামের রাজারহাট ও ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা
সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটিবৃন্দ রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ছাত্রদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে। এসময় জেলার নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফায়সাল আহমেদ সাগর, যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান, রাগীব পাটোয়ারী, মাহমুদুল হাসান লিমন, যুগ্ম সদস্য সচিব আপেল মাহমুদ, সাকিব মিয়া সহ কমিটির সদস্যবৃন্দ।