রৌমারীতে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পুলিশের একটি চৌকস টিম আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা ইউনিয়নের আরিয়াকুটি গ্রামের মাদক কারবারি মোঃ সুরুত আলী (৩৮) কে হাতেনাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
রৌমারী থানার (ওসি) মো. লুৎফর রহমান জানান আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।