রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি জিতেন চন্দ্র দাস।
রৌমারী প্রেসক্লাব কার্যালয়ে বুধবার বিকেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরাতন কমিটি বিলপ্তি ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সরকার নুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন আহবায়ক কমিটি। প্রিসাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন।
প্রিসাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার জানান, মোট ভোটার ছিল ২৪জন, এরমধ্যে ভোট প্রদান করেন ২১জন। ২০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুজাউল ইসলাম সুজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মতিয়ার রহমান চিশতী পেয়েছেন ১ ভোট ও ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিতেন চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল ইসলাম রেজা পেয়েছেন ৯ ভোট।