কবিতা
অন্ধ প্রেম
মেকমিষ্টি
কী করে বলবো তোমায়,
অনেক ভালোবাসি,
তোমার প্রেমে পাগল হয়ে,
আমি আজ মৃত্যুমূখী।
আর কি চাও প্রুফ তুমি,
কিছু আর কি আছে বাকী,
অন্ধের মত ভালোবাসি ।
তোমার মুখ দেখলেই হাঁসি,
আর তোমার অবহেলায় কাঁদি,
এটাই আমার জিন্দিগী,
অন্ধের মত ভালোবাসি,
নিজের থেকে ও অনেক বেশি।
মোবাইলে ইন্টারনেট হয়ে,
সর্বদায় তোমার সাথে থাকি,
শরীরে রক্ত দিয়ে,
আমি তুমার নাম লিখি,
শরীরকে করতে পাড়ি ছন্ন বিছিন্ন,
তোমার ভালোবাসা পেতে।
মরিয়া হয়ে আছি আমি,
পৃথিবীর সব ছারতে পারি,
কারন তোমার প্রেমে অন্ধ আমি
অবহেলা নয় ভালোবাসা চাই,
বন্ধু নয় প্রেমিক হতে চাই,
জীবন সঙ্গী রূপে,
সারা জীবন ধরে।
বরই যে আশা.....
ভালোবেসে তুমার বুকে,
শেষ নিঃশ্বাস টুকু ফেলতে।
আমি অন্ধ হয়ে গেছি,
তুমার প্রেম সাগরে,
আমি বাতুল তোমার প্রেমে,
এসো হে এই হৃদয়ে ।।