উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী,(কুড়িগ্রাম)।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মহিলা মাদক কারবারি কে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে,পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম সোমবার ১৪ (অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে,বডিতে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক বহন কৃত অবস্থায় তিন নারী মাদক কারবারি কে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে আটক করে। আটককৃত আসামিরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আলোহালী এলাকার মোছাঃ বন্যা আক্তার সুমি (২৫)সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (৩০) ও একই এলাকার মোছাঃ রেনুকা বেগম (৫৭)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।