প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৯:৩৭ পি.এম
নাগেশ্বরীতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্জাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও এক মিনিট নীরবতা পালন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, নাগেশ্বরী কামিল (্এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন, মহিলা কলেজের প্রভাষক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান আনিছ, রায়গঞ্জ উচ্চ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, বুড়িরহাট দাখিল মাদরাসার সুপার সোহরাব হোসেন, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম প্রমুখ।
Copyright © 2025 ডেইলি কুড়িগ্রাম. All rights reserved.