মহানবী(সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও গণ মিছিল অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তিকারী ভারতের কট্টরপন্থী হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও গণমিছিল করেন তাওহিদী জনতা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাওহিদী জনতার বিক্ষোভ ও গণমিছিলটি ভূরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে সমবেত হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের কট্টরপন্থী হিন্দু পুরোহিত রামগিরী ও তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি ওমর ফারুক, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, ভূরুঙ্গামারী ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতী এসএম মনিরুজ্জামান ও ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ মো: আজিজুর রহমান স্বপন প্রমুখ।