প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৭:২৪ পি.এম
বেসরকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

বেসরকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার দুপুরে, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানগণ সহ প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি মো: আমজাদ হোসেন এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, সম্মিলিত শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাদশা, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।
Copyright © 2025 ডেইলি কুড়িগ্রাম. All rights reserved.