নাগেশ্বরীর কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ
নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনাসভা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আয়োজনে রোববার বিকালে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ করেন তারা। জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমির মাওলানা মো. এনামুল হকের সভপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল বাতেনের সঞ্চালণায়, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়ানির আলী সরকার, কচাকাটা থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুন্নবী আতিক প্রমুখ।