প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৮:২০ পি.এম
প্রেসক্লাব নাগেশ্বরী’র নতুন কমিটি গঠন

প্রেসক্লাব নাগেশ্বরী'র নতুন কমিটি গঠ
নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘদিন পর কুড়িগ্রামের ' প্রেসক্লাব নাগেশ্বরী'র পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাধারণ সভার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছ। ১৭ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের নাগেশ্বরী প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টুকে নির্বাচন কমিটির আহবায়ক করে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই দৈনিক ভোরের ডাক নাগেশ্বরী প্রতিনিধি রফিকুল ইসলাম কে সভাপতি, দৈনিক নয়াদিগন্তের নাগেশ্বরী প্রতিনিধি খলিলুর রহমানকে সহ-সভাপতি ও দৈনিক জনতা,দৈনিক কুড়িগ্রাম খবর ও আনন্দ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মজিবর রহমানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের নাগেশ্বরী প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টকে সহসাধারণ নির্বাচন করে এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- দৈনি্ক করতোয়া ও সমকালের নাগেশ্বরী প্রতিনিধি লিটন চৌধুরী, দৈনিক যুগান্তর পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন,দৈনিক ভোরের কাগজ'র নাগেশ্বরী প্রতিনিধি আখতারুজ্জামান পাভেল,দৈনিক মুক্তখবর ও দৈনিক সাতমাথা পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি মোসলেম উদ্দিন প্রমূখ।
Copyright © 2025 ডেইলি কুড়িগ্রাম. All rights reserved.