স্টাফ রিপোর্টরঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি সরকারি পুকুর কোন প্রকার প্রচার এবং মাইকিং না করেই গোপনে আগামী ৩ বছর মাছ চাষের জন্য ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজার বিরুদ্ধে।
নাম বলতে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি বলেন ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওতায় দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্প সংলগ্ন প্রায় ৬০থেকে ৬৫ শতাংশের মাছ চাষের জন্যে একটি পুকুর রয়েছে। সোমবার বিকেলে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদে কাউকে না জানিয়ে এবং কোন প্রকার প্রচার মাইকিং না করে গোপনে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম (রেজা) আংগুর হোসেন নামের এক ব্যক্তির নিকট ৭০ হাজার টাকায় আগামি ৩ বছর মাছ চাষের জন্যে ইজারা(নিলাম) দিয়েছেন।
ইজারাদার মোঃ আংগুর হোসেন বলেন সোমবার (২সেপ্টম্বর) বিকেলে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ৭০ হাজার টাকা নিলামে আগামী ৩ বছরের জন্য আমার নামে ইজারা করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
পুকুর ইজারা (নিলাম) বিষয়ে জানতে চাইলে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম (রেজা) বলেন পুকুরটি এখনো ইজারা দেওয়া হয়নি তবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এবিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান বলেন এবিষয়ে আমাকে কেউ অবগত করেনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।