নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছাত্র জনতার আন্দোলনের মুখে ঘুষের দায়ে এক ইউনিয়ন তহশিলদারের পদত্যাগ করার খবর পাওয়া গেছে। বুধবার (২১ আগষ্ট) উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনাটি ঘটে। এর আগে ঘুষের টাকা ফেরত পেতে ইউনিয়ন ভুমি অফিস ঘেরাও করেন স্থানীয় ভুক্তভোগীসহ ছাত্র জনতা।
তথ্য সুত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে কেদার ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মিত অফিস করতেন।
এছাড়াও খাজনা খারিজে নিয়ম বহির্ভূত ঘুষের টাকা গ্রহণ করতেন। এতে করে মানুষ অতিষ্ঠ হয়ে পরে।
এক পর্যায়ে সে নিয়মিত অফিস না করার কারণে সাধারণ গ্রাহকদের হয়রানি বৃদ্ধি পায়। আজ বুধবার ২১আগষ্ট মোহাম্মদ রাসেল আহমেদ অফিসে গেলে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তার নিকট ঘুষের টাকা ফেরত দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানায়, উপস্থিত ছাত্রদের কথা শুনেছি এবং অভিযুক্ত ইউনিয়ন ভুমি কর্মকর্তা সচিব বরাবরে পদত্যাগপত্র দেয়। এছাড়াও অভিযুক্ত মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে অবৈধ ভাবে নেয়া প্রায় ১৩ লক্ষ টাকা ফেরত দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।