প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৫:২০ পি.এম
ফুলবাড়িতে বন্যার পানির তীব্র স্রোতে কালভার্ট ও সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নাও ডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মন্ডল আবাসন গাভী সড়কে নির্মিত ১০ ফিট দৈর্ঘ্যের কালভার্টটি বন্যার পানির তীব্র স্রোতে ভেঙে গেছে। সেই সাথে পানির তোড়ে বিলীন হয়ে গেছে ১৩০ মিটার গ্রামীণ সড়ক।সড়কটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে আবাসনের বাসিন্দা সহ ওই এলাকার তিন শতাধিক পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসীরা কলা গাছের ভেলা বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অতিকষ্টে পারাপার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা মোঃ সাত্তার আলী, কুদ্দুস আলী ও জমিলা বেগম জানান, এই সড়কটি আবাসন ও আশপাশের এলাকার শতাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক।সেটিও বিলীন হয়ে গেছে এখন এলাকার মানুষের হাট বাজার যাতায়াত,পন্য আনা নেওয়া, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া আসা,অসুস্থ রোগীর চিকিৎসা সেবা প্রদান সবে মিলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষজন কে।
ওই এলাকার এইচএসসি পরীক্ষার্থী মোঃ মিজানুর রহমান ও শহিদুল ইসলাম জানান, কালভার্ট ও সড়ক ভেঙ্গে যাওয়ায় আমরা সহ অনেক কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসীর অনেক র্দুভোগ দেখা দিয়েছে তাই আমরা কতৃপক্ষের সূ-দৃষ্টি কামনা করছি অতিদ্রুত আমাদের যাতায়াতের রাস্তা ও কালভার্ট নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হোক।
এব্যাপারে নাও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান,চর গোড়ক মন্ডল এলাকার ওই কালভার্ট টি প্রতিবছরে বন্যার পানি ঢুকে কালভার্টের দুই পাশে ভেঙে যেত সেই কারণে সেখানে একটি বড় সেতু নির্মাণের আবেদন করা হয়েছিল সেটির টেন্ডার ও হয়েছে তার আগে বন্যা এসে কালভার্ট সহ অনেক দুর রাস্তা ভেঙে গেছে। বর্তমানে ওই এলাকার মানুষজনের চলাফেরার খুব কষ্ট হচ্ছে পানি নেমে গেলেই সেতুর কাজ শুরু করা হবে।
Copyright © 2025 ডেইলি কুড়িগ্রাম. All rights reserved.