উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ীঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফের উপকার ভোগীর তালিকা প্রণয়নের অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার ০৪ নং বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতা ভাবে ভিজিএফের উপকার ভোগীদের তালিকা প্রনয়ন করেছেন মর্মে অভিযোগ তুলেছেন অত্র ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য।পরে তারা ১২(জুন) বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে,চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে সকল অনিয়মের তথ্য তুলে লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে বড়ভিটা ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের ১০কেজি করে চাউল জন প্রতি বিতরণের লক্ষ্যে ৬হাজার ৩৭৫ জনের তালিকা প্রণয়ন করা হয়। উপকার ভোগীদের তালিকা প্রনয়নের সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ নিজ,নিজ এলাকার হতদরিদ্র উপকার ভোগী পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্তির জন্য লিখিত ভাবে চেয়ারম্যান বরাবরে প্রদান করেন। পরবর্তিতে তারা ইউনিয়ন পরিষদ সচিবের নিকট হতে উপকার ভোগীর তালিকা সংগ্রহ করে দেখতে পান তালিকায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। সেখানে অনেক ব্যাক্তি অচেনা,বারবার একই ব্যাক্তির নাম এমনকি মৃত ব্যাক্তির নামত্ত রয়েছে।
এই বিতর্কিত তালিকা দিয়ে উপকার ভোগীদের
মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের অস্বীকৃতি জানান,অত্র ইউনিয়ন পরিষদের১১ জন সদস্য। এর পরেও চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু সকল সদস্যগণের আপত্তিকে উপেক্ষা করে ১২(জুন) বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওই তালিকা মোতাবেক উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ কার্যক্রম শুরু করেন। বিতর্কিত ও অস্বচ্ছ তালিকায় চাউল বিতরণ হলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রকৃত উপকারভোগীরা পাবে না সেই সাথে বরাদ্দকৃত চাউল পুরোপুরি তছরুপ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অনিয়মের কথা অস্বীকার করে জানান,আমি মনগড়া কোন তালিকা করিনি।পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনার পর রেজুলেশন করে তালিকা প্রনয়ন করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের চাউল উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা রেহনুমা তারান্নুম বলেন,বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভিজিএফর চাউল বিতরণে উপকার ভোগীদের নামের তালিকার অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।