ভোটকেন্দ্র স্থানান্তর,প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ভোটাররা। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রৌমারী উপজেলা চত্বরে মানববন্ধনে মিলিত হয়। এসময় মানববন্ধনকারীরা ০৮ নং ওয়ার্ডের পূর্বের ভোটকেন্দ্রটির বিকল্প প্রতিষ্ঠান থাকা স্বত্ত্বেও কেনো পাশ্ববর্তী ০৭ নং ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থানান্তর করা হলো এমন প্রশ্ন তুলে ০৮ নং ওয়ার্ডেই নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানান। নতুন ভোটকেন্দ্র স্থাপন না করলে আসন্ন উপজেলা নির্বাচন বয়কট করবেন বলেও জানান তারা।
উপজেলার বন্দবেড় ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ভোটার কছর উদ্দিন বলেন, পূর্বের ভোটকেন্দ্রটি ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ,মাদ্রাসা,কবরস্থান ও ইদগাহ্ মাঠ) হওয়ায় স্বাভাবিকভাবে ভোট গ্রহনের পরিস্থিতি না থাকার সুযোগে কতিপয় কয়েকজনের সুবিধার্থে পার্শ্ববর্তী ০৭ নং ওয়ার্ডের বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। আমরা চাই পূর্বের ওই ধর্মীয় প্রতিষ্ঠানটি ছাড়াও আমাদের ০৮ নং ওয়ার্ডে স্থাপিত যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে ভোটকেন্দ্র করা হোক।
একই ওয়ার্ডের ভোটার ও সমাজসেবক রাশেদুল ইসলাম জানান, ভোটারদের সুবিধার্থে ০৮ নং ওয়ার্ডে স্থাপিত যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে নতুন ভোটকেন্দ্র করা হোক।
জন্তিরকান্দা গ্রামের শাহিদা খাতুন বলেন, আমরা মহিলা মানুষ,এখন যেখানে ভোটকেন্দ্র করা হয়েছে সেটা অনেকদূরে, সেখানে মহিলা মানুষের যাওয়া সম্ভব নয়। আগের যে ভোট কেন্দ্রটি ছিলো সেটা একটু কাছে ছিলো। কিন্তু সেখানে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় যেহেতু ভোটগ্রহন সম্ভব নয় সেহেতু ০৮ নং ওয়ার্ডে স্থাপিত যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে নতুন ভোটকেন্দ্র করা হোক।
জন্তিরকান্দা গ্রামের ভোটার ও ঠিকাদার সোলায়মান হোসেন বলেন, ০৮ নং ওয়ার্ডবাসীর প্রাণের দাবি অন্য কোনো ওয়ার্ডে ভোটকেন্দ্র নয় নিজ ওয়ার্ডের জন্তিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হোক।
বন্দবেড় ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বলেন, ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়টি জানামাত্রই আমি বিভিন্ন উদ্যোগ গ্রহন করি। ইউএনও এবং নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলি কিন্তু তারা এতে কোনো কর্ণপাত করেনি। বরং তারা বলেছেন একটি আবেদন করার জন্য ও ঢাকায় গিয়ে কেন্দ্র পরিবর্তন করে নিয়ে আসার জন্য।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হকের সাথে ফোনকলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।